পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সরকারের নানাবিধ উন্নয়ন কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলো(এনজিও) সমন্বিতভাবে কাজ করার গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এতে করে এ অঞ্চলের প্রান্তিক জনগনের উন্নয়ন তরান্বিত হবে।
বুধবার রাঙামাটি পরযটন মোটেলের সেমিনার কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগী সংস্থাসমূহের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাগত বক্তব্যে রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরিচালক ড. শামীম ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহেদ হাসান। এসময় হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক ও নারী নেত্রী টুকু তালুকদার, গ্রীণহিলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং, প্রকল্প সমন্বয়কারী লাল চোয়াক লিয়ানা পাংখো, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রকল্প সমন্বয়কারী বিমল চাকমা, টংগ্যার বোর্ড সদস্য অম্লান চাকমা, প্রকল্প সমন্বয়কারী মানবাষীষ চাকমা, সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা, প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমা, হিলেহিলির নির্বাহী পরিচালক ভুবন কুমার চাকমা, প্রকল্প সমন্বয়কারী সুগত জীবন চাকমা প্রমুখসহ ৩০জন বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক সহযোগী সংস্থা তার চলমান কর্মসূচীর একটি করে উপস্থাপনা তুলে ধরেন।
পার্বত্য সচিব বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনে সহযোগীতায় পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত প্রাথমিক শিক্ষা, আয়বর্ধণমূলক কাযক্রম, ওষুধি বাগান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সহ বিভিন্ন কাযক্রমের প্রশংসা করে আগামীতে এইসব কাযক্রম আরো কাযকর ভাবে এগিয়ে নেয়ার জন্য তার মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
পাশাপাশি তিনি সারাদেশব্যাপী বাস্তবায়িত পাঁচটি প্রধান কর্মসূচীর মধ্যে শুধুমাত্রে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য একটি আলাদা কর্মসূচী রাখায় মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.