বাস দূর্ঘটনায় আহতদের সুচিকিৎসার্থে রাঙামাটি জেলা পরিষদের অর্থ সহায়তা

Published: 10 Jan 2016   Sunday   

বাস দূর্ঘটনায় আহতদের সু-চিকিৎসা ও ঔষুধ ক্রয়ের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

 

রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালে বাস দূর্ঘটনায় চিকিৎরত ব্যাক্তিদের হাতে নগদ অর্থ ২হাজার করে তুলে দেওয়া হয় এবং গুরুতর আহতদের এক্্ররে খরচের জন্য ৭হাজার ৫০০টাকা প্রদান করেন পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা ও ডাঃ মংক্যাচিং মারমা সাগর উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান আহতদের সাথে কথা বলেন এবং আহতদের সু চিকিৎসার জন্য চিকিৎকদের সাথে আলাপ আলোচনা করেন।  এছাড়া বাস দূর্ঘটনায় যেসব ব্যক্তি ব্যবস্থাপত্র নিয়ে ইতোমধ্যে বাড়ীতে চলে গেছেন তাদের পরিষদে যোগাযোগ করে অর্থ সংগ্রহের অনুরোধ জানান চেয়ারম্যান।

 

উল্লেখ, ৮জানুয়ারী রাঙামাটি শহর থেকে বাঘাইছড়ির মারিশ্যাগামী একটি যাত্রীবাহী বাস রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ৩২ জন আহত হন। এর মধ্যে ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত