সদ্য সমাপ্ত বান্দরবানের দুটি পৌরসভা নির্বাচনে দলীয় কোন্দল, দুর্বল নেতৃত্ব ও সিনিয়র নেতাদের বহিস্কার করার কারণে বিএনপির পরাজয় ঘটেছে। জেলা বিএনপির একাধিক সিনিয়র নেতাদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
৩০ ডিসেম্বর বান্দরবান সদর ও লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বান্দরবানের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ইসলাম বেবী মোট ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে প্রথম স্থান হয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলে ৪ হাজার ৪৫৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানের তালিকায় রয়েছেন লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্লব। ৩ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানের তালিকায় থাকতে হয় বিএনপি’র ধানের শিষের প্রতীক জাবেদ রেজাকে।
অপরদিকে, লামা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। সেখানে বিএনপি’র ধানের শিষ প্রতীকের প্রার্থী আমির হোসেন মজুমদার মোট পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।
এব্যপারে জেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা নির্বাচনের পরাজয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মুলতঃ বিএনপির পরাজয়ের পিছনে রয়েছে দুর্বল নেতৃত্ব,ব্যবসায়িক ও স্বজনপ্রীতির নেতৃত্ব। বিগত সময়ে জাবেদ রেজা মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে জেলা বিএনপির সাথে তার দুরত্ব বাড়তে থাকে।
শুধু তাই নয় জেলা বিএনপির কতিপয় সুবিধাভোগী নেতা জাবেদ রেজার ছত্রছায়ায় থেকে নানান সুযোগ-সুবিধা আদায় করলেও তাদের কারনে সাধারন জনগনের সাথে জাবেদ রেজার দুরত্ব বাড়তে থাকে। অথচ যে সব বিএনপি নেতা তার পিছনে সবসময় থেকেছেন তারা শুধু সুবিধা আদায় ছাড়া অন্য কোন যোগ্যতাই তাদের নেই বলে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।
এদিকে, বিএনপির পরাজয়ের দ্বিতীয় কারণ হচ্ছে জাবেদ রেজা পৌর এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন করতে না পারা। এছাড়া নির্বাচনের দুদিন পূর্বে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে বহিস্কারের কারনে শহরে ঝাড়ু-জুতা মিছিল বের করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.