রাঙামাটিতে রোববারের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ সমর্থনে মিছিল

Published: 02 Jan 2016   Saturday   

রাঙামাটিতে রোববারের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে শনিবার মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) নেতা-কর্মীরা।


রাঙমাটি পৌর নির্বাচনে কারচুপি,হামলা ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচির ডাক দেয় জেএসএস।


রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে শনিবার আয়োজিত মিছিলটি জেএসএস’র জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপার প্রেট্রোল পাম্প চত্বরে ঘুরে গিয়ে সংগঠনের জেলা শাখার কার্যালয়েশেষ হয়। মিছিলে জেএসএসএস ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


জেএসএস’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলীয় মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকরা স্বতন্ত্র মেয়র প্রার্থী ডা: গঙ্গামানিক চাকমাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল, অনিয়ম,হামলা,ভোট জালিয়াতি ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালিত হবে।

 

পাশাপাশি সন্তু লারমার ঘোষিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা এ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ডাকা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত