রাঙামাটি পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ও ৯ কাউন্সিলর প্রতিদ্বন্ধি প্রার্থী জামানত হারাতে পারেন

Published: 02 Jan 2016   Saturday   

রাঙামাটি পৌরসভার নির্বাচনে ৭ জন মেয়র প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে ৪ জনই হারাতে পারেন জামানত।  এছাড়া জামাত হারাতে পারেন ৯জন কাউন্সিলর প্রতিদ্বন্ধি প্রার্থী।

 

জানা গেছে, রাঙামাটি পৌরসভা নির্বাচনের ৫৯ হাজার ৪জন ভোটারের মধ্যে সর্বমোট ভোট কাস্টিং হয়েছিল ৩৮ হাজার ১৭০ ভোট এবং বাতিল হয় ৬১২ভোট। মোট কাস্টিং-এ ভোটের শতকরা দশ ভাগ পেতে হবে প্রার্থীদের। কিন্তু ৭জন মেয়র প্রতিদ্বন্ধি প্রার্থী  মধ্যে  ৪জন মেয়র প্রার্থী মোট কাস্টিং ভোটের শতকরা দশ ভাগ ভোট পাননি। জামানত হারানো চার মেয় প্রার্থীরা হলেন রবিউল আলম রবি(মোট ২ হাজার ৩৫৮ ভোট), শিব প্রসাদ মিশ্র (২৪৭ ভোট), হাবিবুর রহমান(মোট ২৯ ভোট) এবং অমর দে (৪০ ভোট)। যদিওবা আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান ও অমর কুমার দে নির্বাচন করলেও পরে তারা নির্বাচন থেকে সরে দাড়াঁন।

 

এছাড়া কাউন্সিলরদের  মধ্যে নির্বাচন কমিশনের শর্ত  অনুযায়ী  প্রদত্ত ভোটের শতকরা দশ ভাগ ভোট পেতে হবে জামানত রক্ষার জন্য। আর যদি প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোটের হিসাব করা হয় সে হিসাবে এ নির্বচনে যাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে।

 

তারা হচ্ছেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সঞ্জয় ঘোষ রায়, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন ও সন্তোষ ধর, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম  নুর মোহাম্মদ মজুমদার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শংকর মুৎসুদ্দী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীমোঃ নুর হোসেন, ৭ নং ওয়ার্ডের  মোঃ নাসির উদ্দিন ।

 

উল্লেখ্য,রাঙামাটি পৌরসভা নির্বাচনে মোট ভোটার রয়েছে ৫৯ হাজার ৪২ জন। এ পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র,৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

 

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী  সাইফুল ইসলাম ভূট্টো, জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা ও বিএনপি`র বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি, হাবিবুর রহমান হাবিব ও অমর কুমার দে। নির্বাচনে ১৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে রাঙামাটি পৌর মেয়র হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হন আওয়ামলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত