রাঙামাটি পৌর নির্বাচনে সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে যারা নির্বাচিত হলেন

Published: 30 Dec 2015   Wednesday   

রাঙামাটি পৌর সভায় ৩টি সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে ১২জন প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

সংরক্ষিত ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন রুপসী দাশ গুপ্তা(কাঁচি)। তিনি মোট পেয়েছেন ৪হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছালেহা আক্তার (আঙ্গুর) পেয়েছেন ৪হাজার ৪৪৫ ভোট।

 

২নং ওয়ার্ডের নির্বাচিত হয়েছেন সোমা বেগম পূর্নিমা(পুতুল)। তিনি মোট ৫হাজার ৮১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শ্যামলী ত্রিপুরা(কাচি) পেয়েছেন ৪হাজার ১৬ ভোট।

 

৩নং সংরক্ষিত ওয়ার্ডের জয়ী হয়েছেন সোমা বেগম(হারমোনিয়াম) মোট প্রাপ্ত ভোট ৭হাজার ১৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জবাইতুন নাহার(আঙ্গুর) পেয়েছেন ৭হাজার ১৩০।


সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোঃ হেলাল উদ্দীন(্উট পাখি)। তিনি ২হাজার ১৬৩ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্ধি রমজান আলী(টেবিল ল্যাম্প) পেয়েছেন ১হাজার ৫৮৯ ভোট।


২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোঃ করিম আকবর(টেবিল ল্যাম্প)। তিনি ১ হাজার ৬২৮ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্ধি আব্দুল মালেক(উট পাখি) পেয়েছেন ৮শ৮৮ভোট।


৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন পুলক দে(ব্ল্যাক বোর্ড)। তিনি এক হাজার ১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী নেয়াজ আহমেদ(উট পাখি) পেয়েছেন ৯শ৬ভোট।


৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান বাবু(টেবিল ল্যাম্প)। তার প্রাপ্ত ভোট ১হাজার২৩০ ভোট। তার নিকটতম প্রার্থী নূরুন্নবী(ডালিম) পেয়েছেন ৯শ ৩৬ভোট।


৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বাচিং মারমা(পানির বোতল)। তার প্রাপ্ত ভোট ১হাজার২৫৭ ভোট। তার নিকটতম প্রার্থী মোঃ আমীর হামজা(ব্রিজ) পেয়েছেন এক হাজার ১০৩ভোট।


৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রবি মোহন চাকমা(ঢেড়শ)। তার প্রাপ্ত ভোট দুই হাজার ৪৫৯ ভোট। তার নিকটতম প্রার্থী মোঃ জালাল সিকদার (পাঞ্জাবি) পেয়েছেন ৯শ ১১ভোট।


৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন(গাজর)। তার প্রাপ্ত ভোট ৩হাজার ৬৫ভোট। তার নিকটতম প্রার্থী মোঃ মনছুরুল হক (উট পাখি) পেয়েছেন ৮শ ৮ভোট।


৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কালায়ন চাকমা(উট পাখি)। তার প্রাপ্ত ভোট ৪হাজার২৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী বিমল বিশ্বাস(ডালিম) পেয়েছেন এক হাজার ১০ভোট।


৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন(পাঞ্জাবি)। তার প্রাপ্ত ভোট ২হাজার২৮২ ভোট। তার নিকটতম প্রার্থী সন্তোষ কুমার চাকমা(উট পাখি) পেয়েছেন ২হাজার ১৮৪ভোট।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত