বান্দরবানের দুটি পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। জেলা সদর পৌরসভায় আ’লীগের মোহাম্মদ ইসলাম বেবী ও লামায় আ’লীগের জহিরুল ইসলাম জয়ী হয়েছেন।
বান্দরবান সদর পৌরসভায় আ’লীগের প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী পেয়েছেন ৮ হাজার ৭০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান বিপ্লব পেয়েছেন ৪ হাজার ৪৯৮ ভোট। লামা পৌরসভায় আ’লীগের প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আমির হোসেন পেয়েছেন ২ হাজার ৬৭০ ভোট।
বান্দরবান পৌর সভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থী। লামা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থী। বান্দরবান ও লামায় মোট ২২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বান্দরবান সদরে ১৩ ও লামায় ৯টি ভোট কেন্দ্র। জেলা সদর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৬৪৭জন। লামা পৌরসভায় ভোটারের সংখ্যা ১১ হাজার ৪৪৯জন।
জেলা সদরে সংরক্ষিত আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং আসনে উজলা তঞ্চঙ্গ্যা, ২নং আসনে সালেহা বেগম ও ৩নং আসনে রাহিমা বেগম। সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে আবু খায়ের, ২নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ডে অজিত দাশ, ৪নং ওয়ার্ডে দীলিপ কুমার বড়–য়া, ৫নং ওয়ার্ডে থুইসিংপ্রু মার্মা (লবু), ৬ নং ওয়ার্ডে সৌরভ দাশ, ৭ নং ওয়ার্ডে সামশুল ইসলাম সামু, ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ আবুল কালাম।
লামা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে ফরিদ আহামদ, ২নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন বাদশা, ৩নং ওয়ার্ডে সাইফুদ্দিন আহামদ, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ রফিক, ৫নং ওয়ার্ডে আবু সালাম, ৬নং ওয়ার্ডে জাকের হোসেন, ৭নং ওয়ার্ডে মোঃ কামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে মোঃ ইউছুপ ও ৯নং ওয়ার্ডে মোঃ হাবিল মিয়া। সংরক্ষিত আসনের ১,২,৩নং ওয়ার্ডে সাকেরা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে জোসনা বেগম ও ৭,৮,৯নং ওয়ার্ডে জাহানারা বেগম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর