নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান জেএসএস’র সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমার

Published: 30 Dec 2015   Wednesday   

রাঙামাটি পৌর নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি, এেজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া,হামলাসহ ইত্যাদি অভিযোগ এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা।

 

বুধবার রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ প্রত্যাখানের ঘোষনা দেন।


এসময় জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা,ত্রিজিনাদ চাকমা, পিসিপির সভাপতি বাচ্চু চাকমা,রিমিতা চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ডাঃ গঙ্গামানিক চাকমা অভিযোগ করে আরও বলেন, রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো: আকবর হোসেন চৌধুরীর সমর্থকদের দ্বারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উপর হামলা, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি, প্রতিপক্ষ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ইত্যাদি চরম অনিয়মের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে।


তিনি বলেন,আওয়ামীলীগের মেয়র প্রার্থীর সমর্থকরা পূর্ব-পরিকল্পনা অনুসারে এ হামলা, কেন্দ্র দখল, ভোট বাক্স ছিনতাই, পাইকারী জাল ভোট প্রদান করে। তারা পূর্ব পরিকল্পনা অনুসারে ভোটের আগের দিন বিভিন্ন উপজেলা থেকে শত শত লোক এনে রাঙামাটিতে জড়ো করে রাখে। কেন্দ্রগুলো ঝূঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠালেও কোন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


তিনি ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, ব্যাপক কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, কর্মীদের উপর হামলা ইত্যাদি নির্বাচনী আচরণবিধি পরিপন্থী মধ্য দিয়ে অনুষ্ঠিত রাঙামাটি পৌরসভার নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যানের ঘোষনা দেন। পাশাপাশি তিনি নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার তীব্র প্রতিবাদ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত