বান্দরবান পৌর সভা নির্বাচনে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১৩টি ভোট কেন্দ্রে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম স্ব-স্ব ভোট কেন্দ্রে পৌছে গেছে।
এবার বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২৬ হাজার ৬৪৭ জন।
বান্দরবান পৌর সভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী,বিএনপি প্রার্থী জাবেদ রেজা এবং জাতীয় পাটি মিজানুর রহমান বিপ্লব।
কাউন্সির পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে শামসুল আলম(আ’লীগ), আবুল খায়ের(বিএনপি), ফরিদুল আলম(স্বতন্ত্র) ও সুকুমার শীল (স্বতন্ত্র)। ২নং ওয়ার্ড বালাঘাটা-আব্দুল শুক্কুর(আ’লীগ) ও মোঃ আলী (বিএনপি)। ৩নং ওয়ার্ড কালাঘাটা-অজিত কান্তি দাশ(আ’লীগ), মোঃ জসিম উদ্দিন (বিএনপি), মোঃ ফোরকান (স্বতন্ত্র)। ৪নং ওয়ার্ড বান্দরবান বাজার এলাকা-দিলিপ বড়–য়া (আ’লীগ), মোঃ সোলায়মান (জামায়াত), রাজু কর্মকার(স্বতন্ত্র)। ৫নং ওয়ার্ড মধ্যম পাড়া,উজানী পাড়া ও জাদী পাড়ার মং মং সিং (আ’লীগ), থুই সিং প্রু লুবু (বিএনপি)। ৬নং নং ওয়ার্ড ফায়ার সার্ভিস, ষ্টেডিয়াম.বনরুপা পাড়া ও নিউগুলশান এলাকা- সৌরভ দাশ শেখর (আ’লীগ) মোঃ আইয়ুব খান (বিএনপি)। ৭নং ওয়ার্ড আর্মি পাড়া-মোঃ ইউসুফ আলী সিকদার (আ’লীগ), মোঃ শামীম হোসেন (বিএনপি), সামসুল হক সামু (স্বতন্ত্র)। ৮নং ওয়ার্ড মেম্বার পাড়া ও হাফেজ ঘোনা-হাবিবুর রহমান খোকন (আ’লীগ), মোঃ সাইদুল আলম (বিএনপি) ও মোঃ জাফর উল্লাহ (স্বতন্ত্র)। ৯নং ওয়ার্ড বাসষ্টেশন, কাশেম পাড়া ও যৌথ খামার এলাকা-মোঃ সেলিম রেজা (আ’লীগ), ফরিদুল আলম (বিএনপি), মোঃ শাহজাহান (স্বতন্ত্র), আবুল কালাম (স্বতন্ত্র), পরিমল দাশ (স্বতন্ত্র) ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন-১,২,৩নং ওয়ার্ডে উজ্বলা তংচঙ্গ্যা (আ’লীগ), ফেরদৌস আক্তার (স্বতন্ত্র) ও খুরশিদা আক্তার (বিএনপি)। ৪,৫,৬ নং ওয়ার্ডে সালেহা বেগম (আ’লীগ) ও শাহিন আক্তার (বিএনপি)। ৭,৮,৯ নং ওয়ার্ডে জোহরা বেগম চৌধুরী (আ’লীগ) ,গীতা রানী দে (বিএনপি) ও মোছাম্মৎ রাহিমা বেগম(স্বতন্ত্র)।
এদিকে, বান্দরবান পৌরসভায় ভোট গ্রহনের লক্ষে ১২টি ভোট কেন্দ্রে মঙ্গলবার নির্বাচনী যাবতীয় সামগ্রী প্রদান সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তরা ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম গ্রহন করে পুলিশ ও আনসার সদস্যদের কড়া প্রহরায় স্ব-স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।
জেলা রির্টানিং কমকর্তা মোঃ আবু জাফর জানান, নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের যাবতীয় প্রস্তুত সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী কাজের ভোটের সামগ্রী পাঠানো শেষ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.