গ্রামীণ ফোনের সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আয়োজিত বান্দরবানে শিশু সাংবাদিকদের চলছে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বুধবার থেকে শুরু হয়েছে।বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি চবাথুই মারমা-এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক,বিডিনিউজের সিনিয়র ফটোগ্রাফার মুস্তাফিজ হাকিম,প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, ডেইলি স্টার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়া ও সাংবাদিক আবদুর রহিম।শিশুদের প্রথম দিনে সাংবাদিকতার বিষয়ে প্রাথমিক ধারণা দেন সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা ও বিডিনিউজের সিনিয়র সাংবাদিক মুস্তাফিজ হাকিম। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের ৩১ জন শিশু সাংবাদিক। প্র্রশিক্ষণ শেষে শিশু সাংবাদিকদের মধ্যে স্মারক কার্ড বিতরণ করা হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর