খাগড়াছড়ি পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন

Published: 29 Dec 2015   Tuesday   

খাগড়াছড়ির দুইটি পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সমাপ্ত করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সকল ভোট কেন্দ্রেই নির্বাচন কর্মকর্তারা অবস্থান করছেন। মঙ্গলবার দুপুরে প্রশাসন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছে।

 

পর্যালাচনা সভায় জেলা প্রশাসক জানান, জেলার দুইটি পৌর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

 

পর্যালোচনা সভায় জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবির ৬টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ১৩টি ভ্রাম্যমান টহল দল ও র‌্যাবের টহল দলও মোতায়েন থাকবে। এ ছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ১৫ সদস্যের পুলিশ ও আনসার দল দায়িত্ব পালন করবেন।

 

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কোন কেন্দ্রই চিহ্নিত করা হয়নি। বরং প্রতিটি কেন্দ্রই প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খাগড়াছড়ি পৌরসভায় ৩৩ হাজার ৬১৯ জন ভোটার রয়েছে। তৎন্মধ্যে ১৯ হাজার ১২২ জন পুরুষ ও ১৪ হাজার ৪৯৭ জন মহিলা। ভোট কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষের সংখ্যা ৮৫টি।

 

মাটিরাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৭০ জন। এরমধ্যে ৮ হাজার ১৭১ জন পুরুষ, ৭ হাজার ৩৯৯ জন মহিলা। ভোট কেন্দ্র ৯টি ও ভোট কক্ষের সংখ্যা ৪৯টি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত