১১টি ঝুকিপূর্ন কেন্দ্রের ব্যবস্থা গ্রহনের দাবী বিএনপি’র মেয়র প্রার্থী

Published: 29 Dec 2015   Tuesday   

রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টোর পক্ষে রিটার্নিং অফিসারে কাছে ১১টি ভোট কেন্দ্রে ঝুঁকিপুর্ণ হিসেবে উল্লেখ করে ব্যবস্থার নেয়ার দাবি জানিয়েছেন।


রোববার রিটার্নিং অফিসারের কাছে বিএনপি’র মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টোর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি মোঃ ,শাহ আলম এ লিখিত আবেদন জানান।


লিখিত আবেদনে বলা হয়, ১১টি ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে ইসলামপুর, পূরান পাড়া, নিউ রাঙামাটি, শহীদ আব্দুল আলী একাডেমী,সিনিয়র মাদ্রাসা, শিশু একাডেমী,শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোধূলী আমানত বাগ,ভেদভেদী প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ওয়াপদা রেষ্ট হাউস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত