রাঙামাটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়। ইতোমধ্যে ২৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা গ্রহন করে যে যার কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার দুপুর থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জড়ো হন ২৮টি ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা। সেখান থেকে তারা একে একে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম গ্রহন করে যে যার কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
রাঙামাটি পৌরসভাা রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকক(সার্বিক) মোঃ মোস্তফা জামান, জানান, রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ২৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ ভোটের দিনে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ আনসারসহ নির্বাচনী কর্মকর্তারা যে যার কেন্দ্রে চলে গেছেন।
এছাড়া নির্বাচনের দিনে ভোটাররা যাতে নিবিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগে নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাকিং ফোর্স হিসেবে বিজিবি,র্যাব ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীসহ ম্যাজিষ্ট্রেটরা সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, রাঙামাটি পৌর সভা নির্বাচনে এবার মোট ভোরটার রয়েছে ৫৭ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ১০৮ জন এবং মহিলা ২৫ হাজার ৬৮৬জন। এ পৌরসভার মোট ২৮টি ভোট কেন্দ্র রয়েছে। সবকটি ভোট কেন্দ্রকে ঝুঁিকপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
রাঙামাটি পৌর সভা নির্বাচনে নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থী হাবিবুর রহমান ও অমর কুমার দে ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাড়াঁনোর কারনে ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী(নৌকা), বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টো(ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র(লাঙ্গল),পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা(নারিকেল গাছ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি(কম্পিউটার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.