রাঙামাটিতে আদিবাসীদের মানবধিকার ও উন্নয়ন-পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত আঞ্চলিক সেমিনার

Published: 28 Dec 2015   Monday   

সোমবার রাঙামাটিতে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ(ইউপিআর) এ বাংলাদেশের অঙ্গীকার এবং আদিবাসীদের মানবধিকার ও উন্নয়ন-পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক আঞ্চলিক সেমিনারের আয়োজন করা হয়।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউপিআর মনিটরিং ফোরাম রাঙামাটির উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

ইউপিআর মনিটরিং ফোরাম রাঙামাটির সভাপতি  জাতীয় মানবধিকা কমিশনের সদস্য নিরুপা দেওয়ানরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা,কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।

 

স্বাগত বক্তব্যে রাখেন এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। বাংলাদেশের অঙ্গীকার এবং আদিবাসীদেও মানবধিকার ও উন্নয়ন-পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন তনয় দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপিআর মনিটরিং ফোরাম রাঙামাটির সদস্য সচিব মোহাম্মদ আলী। দিন ব্যাপী সেমিনারে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার পক্ষ থেকে একটি সংখ্যা দিচ্ছে আবার চুক্তির অপর স্বাক্ষকারীর পক্ষ থেকে চুক্তি বাস্তবায়ন নিয়ে একটি সংখ্যা দিচ্ছে। তবে সেই সব অংকের বিতর্কে না গিয়ে  পাবর্ত্য চুক্তির যে বড় বড় সংখ্যার টুকরোগুলো এখনো অবাস্তবায়িত রয়েছে। এর মধ্যে ভূমি বিরোধ নিষ্পক্তি কমিশন আইন, অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, অভ্যন্তরীন উদ্ধাস্তুদের পূর্নবাসন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনসহ  অনেক মৌলিক বিষয়।

 

সভাপতির বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা এমন হয়েছে যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কথা বলে মনে হয় সে সরকারের বিরুদ্ধে বলছে,বাঙালিদের বিরুদ্ধে কথা বলছে। আসলে বিষয়টি তা নয়। সংবিধান স্বীকৃত একটি চুক্তি হয়েছে সেই চুক্তির বাস্তবায়ন নিয়ে সবাই কথা বলতে পারে। তবে একটি মহল তা পরিকল্পিতভাবে সেটাই প্রচারণা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত