লামায় পৌর নির্বাচনে প্রচারণায় শেষ মূহুর্তে মেয়র প্রার্থীদের ব্যস্ত সময় অতিবাহিত

Published: 28 Dec 2015   Monday   

লামা পৌরসভা নির্বাচনে শেষ মূহুর্তে আওয়ামীলীগ ও বিএনপি’র প্রচারণা জমে উঠেছে । নির্বাচন আচরণ বিধি মতে সোমবার প্রচারণার শেষ দিন।

 

শেষ দিনে লামা বাজারে সকল প্রার্থী ও তাদের সমর্থকরা জাকজমাট প্রচারণায় অংশ নেয়। পোষ্টার, মাইকিং, গনসংযোগ এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলররা। চলমান প্রচার প্রচারণায় যোগ হয়েছে ভিন্নমাত্রা।

 

বিকাল ৩টায় নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে দলের নেতা কর্মীরা ভোট চান লামা বাজারের ব্যবসায়ীদের কাছে। এসময় মেয়র প্রার্থীর সাথে প্রচারণায় অংশ নেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, থুইনিমং মার্মা, কৃষক নেতা খগেশপ্রতি চন্দ্র খোকন, পৌর যুবলীগ সভাপতি মোঃ তৈয়ব আলী, ক্যাজা মার্মা, সঞ্জীব রক্ষিত সহ প্রমূখ। লামা বাজার গণসংযোগ শেষে মীম ফিলিং স্টেশনে এক মতবিনিময় সভায় যোগ দেয় প্রার্থী ও সমর্থকরা।

 

অপরদিকে বিএনপি’র মেয়র প্রার্থী আমির হোসেন ধানের শীষ প্রতীকে সবার কাছে ভোট চায়। সকালে ৫নং ওয়ার্ডের কুড়ালিয়া টেক, রাজবাড়ি, কলিঙ্গাবিল, লামা মুখ, দুপুরে কাটাপাহাড়, সাবেক বিলছড়ি, কলিঙ্গাবিল মার্মা পাড়া, বিকালে লাইনঝিরি, ছাগলখাইয়া, শিলেরতুয়া, হরিণঝিরি এলাকায় গণসংযোগ করে সন্ধ্যায় লামামুখ বাজারে মতবিনিময় করেন।

 

তাছাড়া রাতে লামা বাজারে গণসংযোগ শেষে মতবিনিময় করার কথা রয়েছে। এসময় বিএনপি’র নেতা, কর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত