বান্দরবানে শিশু সাংবাদিকদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।গ্রামীণ ফোনের সহায়তায় বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের আয়োজিত বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম। অন্যান্যের মধ্যে ছিলেন বিশেষ অতিথি বান্দরবান প্রেসক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গণি, বিডি নিউজের জেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজ হাকিম,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,ডেইলি স্টার প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আমরা কুড়ি সংগঠনের চেয়ারম্যান আবদুর রহিম। সঞ্চালনায় ছিলেন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি চবাথুই মারমা।অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী ৩১জন শিশু সাংবাদিকদের মধ্যে স্মারক কার্ড বিতরণ করা হয়। এর আগে শিশু সাংবাদিকদের সততা ও দায়িত্বশীলতার সহিত তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির উপর প্রশিক্ষণ দেন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজ হাকিম ও ডেইলি স্টার বান্দরবান প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়া।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.