রাইখালী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত

Published: 28 Dec 2015   Monday   

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোবার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াচিং মং মারমা। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফজলুল কাদের মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: একরামুল হক।

 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাইখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মংক্য মারমা, সাধারণ সম্পাদক মো: ইউসুফ তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: নাছের, ইউনিয়ন যুবলীগ সভাপতি বিপ্লব সেন লাতু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাছের, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি বিএন তঞ্চঙ্গ্যা।

 

বক্তব্য রাখেন, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, কোদালা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল জব্বার, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু মনছুর, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামল তঞ্চঙ্গ্যা, রাঙামাটি মহিলা সাংসদের প্রতিনিধি ইব্রাহিম খলিল, আ’লীগ নেতা আক্তার হোসেন মিলন, আ’লীগ নেতা শৈবাল সরকার সাগর, কোদালা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: এরশাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাব উদ্দিন বাবু, মাঈনুল ইসলাম সুমন, হারুন অর রশিদ প্রমুখ।

 

প্রথম অধিবেশন শেষে দু’জন সভাপতি প্রার্থী ও দু’জন সাধারণ সম্পাদক প্রাথীর্র কারো সাথে সমঝোতা না হওয়ায় কমিটি ঘোষনা ছাড়ায় সম্মেলন শেষ হয়। পরবর্তীতে কমিটির নাম ঘোষনা করা হবে বলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াচিং মং মারমা জেএসএসের অসহযোগ আন্দোলন সম্পর্কে উল্লেখ করে বলেন, বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার মানে সরকারের দুর্ভলতা নয়। তারা আন্দোলনের নামে যা ইচ্ছা তাই করবে এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জেএসএসের আন্দোলন প্রতিহত করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত