রোববার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা:সোমবার দুপুরেই বাহিরাগতদের এলাকা ত্যাগের আদেশ

Published: 27 Dec 2015   Sunday   

আগামী ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার(২৭ ডিসেম্বর) মধ্যরাত  থেকে  বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)  সকাল ৬টা পর্ষন্ত  নির্বাচনী এলাকায় (পৌরসভা) মোটর সাইকেল চলাচলের উপর  নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

 

এছাড়া সোমবার(২৮ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে পৌরসভা এলাকার  বাসিন্দা বা  ভোটার নন এমন  লোকজনকে  নির্বাচনী এলাকা ত্যাগ করতে  আদেশ দেয়া হয়েছে।

 

রোববার  রাঙামাটি  জেলা প্রশাসক তথা  জেলা ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষরিত এক আদেশের এ কথা জানানো হয়েছে।

 

আদেশে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১২ টা   থেকে  নির্বাচনের দিন  বুধবার(৩০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত  ১২ টা পর্ষন্ত  রাঙামাটি পৌরসভা এলাকায়  বেবী ট্যাক্স/অটোরক্সিা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক- আপ, কার, বাস, ট্রাক, টম্পেো যানবাহন চলাচলরে উপর  নিষেধাজ্ঞা  বলবৎ থাকবে।

 

সোমবার(২৮ ডিসেম্বর) দিবাগত  মধ্যরাত ১২ টা থেকে  শুক্রবার(১ জানুয়ারী )২০১৬ –এর  মধ্যরাত ১২ টা  পর্ষন্ত নির্বাচন  এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহবান, অনুষ্ঠান বা  তাতে যোগদান করতে এবং কোন মিছিল  বা শোভাযাত্রা  করতে বা তাতে যোগদান করতে পারবেন না। 

 

 বুধবার(৩০ ডিসেম্বর) নির্বাচনী দিনে  রাঙামাটি পৌরসভা নির্বাচনে  ভোটাররা  কোনো মোবাইল  ফোন  নিয়ে  ভোট  কেন্দ্রে গমণ করতে পারবেন না। এ বিষয়ে  সর্তকতার অবলম্বনের  জন্য  ভোটারদের বিশেষভাবে অনুরোধ করা  হয়েছে।

 

এদিকে,জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মোস্তফা জামান জানিয়েছেন, রাঙামাটি পৌরসভার নির্বাচন মনিটরিং করতে জেলা প্রশাসন কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। মনিটরিং সেল-এর সাথে যোগাযোগের জন্য দুটি ফোন নাম্বার দেয়া হয়েছে। সেগুলো হল-০৩৫১-৬৩৭৫০ অথবা ০৩৫১-৬৩৭৫১।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত