রাঙামাটিতে আওয়ামীলীগের ভোট কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর

Published: 27 Dec 2015   Sunday   

রাঙামাটি পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো অভিযোগ করেছেন,নৌকা প্রতীকের আওয়ামীলীগের নেতা-কমীরা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জাল ব্যালেট ছাপিয়ে, সীল বানিয়ে এবং মহিলাদের ভোট কেন্দ্রগুলো দখল করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষে তারা লংগদু ও বাঘাইছড়িসহ বিভিন্ন স্থান থেকে লোক এনে জড়ো করছে।

 

তিনি আরও অভিযোগ করেন,আওয়ামীলীগের প্রার্থীর লোকজনেরা প্রতিনিয়ত তার পোষ্টার ছিড়ে ফেলে দিচ্ছে,নেতাকর্মীদের হুমকি দিচ্ছে এবং মিথ্যা ও হয়রানিমুলক মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করেছে।


রোববার রাঙামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ময়র প্রার্থী এ অভিযোগ করেন।


সংবাদ সন্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল(অবঃ) মনিষ দেওয়ান, জেলা বিএনপি সভাপতি মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, সদও উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো দাবী করেন, নৌকা প্রতীকের আওয়ামলীগের নেতাকর্মীরা রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার কেন্দ্রিক ইসলামপুর, পুরান পাড়া, নিউ রাঙামাটি স্কুল, শহীদ আব্দুল আলী একাডেমী, শিশু একাডেমী, সিনিয়র মাদ্রাসা, শাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করার অগ্রিম ঘোষনা প্রদান করা হচ্ছে। এ লক্ষে বিভিন্ন উপজেলা থেকে অপরিচিত লোকজন সংগ্রহ করা হচ্ছে।

 

তিনি অভিযোগ করে আরও বলেন,আওয়ামীলীগের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আপত্তিকর মাইকিং, পথসভা পন্ড করার জন্য উচ্চ স্বরে মাইকিং ব্যবহার করছে। এসবের অভিযোগ জেলা রির্টার্নি কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানালেও আজ পষন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত