রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Published: 26 Dec 2015   Saturday   

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর ধানের শীষের প্রতীকের পক্ষে শনিবার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় তিনি সাংবাদিকদের বলেন,নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে ইতোমধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা বিতর্ক সৃষ্টি করেছেন। সেই থেকে সারাদেশে একটা শংকা সরিয়ে পড়েছে। সরকার বা আওয়ামীলীগের পক্ষ থেকে কোন কিছু করলে নির্বাচন কমিশন তাকিয়ে তাকিয়ে দেখবে। নির্বাচন কমিশন কিছইু করবে না। 

 

মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর ধানের শীষের প্রতীকের পক্ষে শহরের পুরাতন বাস স্ট্যান্ড, কলেজ গেইটসহ কয়েকটি স্থানে গণসংযোগ ও প্রচার বিলির সময় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খন্দকার, মাহবুবুর রহমান শামীম।

 

এসময় কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম সম্পাদক দীপেন দেওয়ান, মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ভুট্টো,কর্নেল (অব:) মনিষ দেওয়ান,জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আন্দোলনের অংশ হিসাবেই পৌর নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে উল্লেখ করে বলেন, সাত বছর পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে। এ নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ না হলে ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হবেও বলে মন্তব্য করেন তিনি।


বিএনপি’র কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার নির্বাচন কমিশন ও সরকারের কাছে আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বলেন, সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য আর্ন্তজাতিকভাবে যে ওয়াদা দিয়েছেন সেই নিরপেক্ষ নির্বাচন জাতি দেখতে চায়। তিনি আগামী দিনে ধানের শীষের জোয়ারে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত