ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ির পৌর নির্বাচন। নির্বাচন সংক্রান্ত দু-একটি ঘটনার পর সাধারণ মানুষের মনে এই শংকা বাড়ছে। তারা আশংকা করছেন, প্রশাসন সতর্ক না হলে নির্বাচনে যে কোন মুহুর্তে বিশৃংখলা সৃষ্টি হতে পারে।
বৃহষ্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ি সদরের কুমিল্লা টিলা এলাকায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে দুইজন আহত হন। এর আগে মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার শেষে মাটিরাঙ্গা সদরের আদর্শগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
খাগড়াছড়ি পৌরসভার আওয়ামীলীগের প্রার্থী শানে আলম এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বৃহষ্পতিবার দুপুরে কুমিল্লা টিলা এলাকায় প্রচার চালনোর সময় দুর্বৃত্তদের হামলায় জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জানু শিকদার ও ছাত্রলীগ কর্মী জয় দত্ত আহত হন।
এ হামলার জন্য শানে আলম স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলমের ক্যাডারদের দায়ী করেছেন। শানে আলম আরো জানান, হামলা বিষয়ে তিনি রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাওসারকে মৌখিকভাবে জানিয়েছেন।
অপর দিকে জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে খাগড়াছড়ি ত্যাগ করতে চাপ প্রয়োগ করা হয়েছে। এ চাপ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক অজানা আশংকা বিরাজ করছে। নির্বাচনের দিন বা নির্বাচনের আগে সহিংসতারও আশংকা করছেন। প্রশাসন নির্বচনকে কেন্দ্র করে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.