বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে নারী প্রতি সহিংসতা ঘটনা নিয়ে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
শহরের কল্যাণপুরস্থ কার্যালয়ের স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পুগোবেলের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন করে ব্লাস্ট, হিমাওয়ান্তি, উইভ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা পরিষদ।
সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, গত ১০ মাসে রাঙামাটিতে ৩৪ টি আদিবাসী নারীর প্রতি সহিংসতার ঘটনা হয়েছে। এর মধ্যে ১টি ধর্ষনের পর হত্যা, ৯টি ধর্ষন, ৭টি গণধর্ষন, ২টি শারিরিক লাঞ্ছিত, ১২ ধর্ষনের চেষ্টা ও ২টি যৌন হয়রানী। অথচ এগুলোর একটিরও বিচার হয়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাঙামাটিতে আদিবাসী নারীরাই বেশী সহিংসতার শিকার হয়েছেন। যারা সহিংসতার সাথে জড়িত তাদের মধ্যে ৪২ জন বাঙালী, ৮ জন পাহাড়ি ২ জন আইন শৃংখলাবাহিনী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লাস্টের রাঙামাটি সমন্বয়ক এ্যাড. জুয়েল দেওয়ান, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক এ্যাড. সুস্মিতা চাকমা, মহিলা পরিষদের রাঙামাটি সভাপতি মিনারা বেগম, পুগোবেলের নির্বাহী পরিচালক শান্তিপদ চাকমা, উইভের নির্বাহী পরিচালক নেইপ্রু নেলী। সংবাদ সম্মেলনে বিবৃতি পাঠ করেন পুগোবেলের কর্মকর্তা রিতা চাকমা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিচার হীনতার কারণে পার্বত্য চট্টগ্রামে যৌন, শারিরিক, মানসিক নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারী নির্যাতনের বিভিন্ন নীতিমালা থাকলেও নারী নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাদের কোন দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। যার ফলে ঘটনা অপরাধিরা এসব অপরাধ কর্মকান্ড পুণরায় ঘটাচ্ছে।
সংবাদ সন্মেলনে এ সময় বলা হয় রাঙামাটিতে ২০০৮ সালে প্রথম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ৩২২টি মামলা দায়ের করা হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র ২৯ টি।এর মধ্যে মাত্র ১টি মামলার রায়ে আসামীর সাজা হয়েছে। বাকী ২৮টি মামলার কারোর সাজা হয়নি।
সংবাদ সম্মেলনে নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের কাছে ১২ দফা দাবী জানানো হয়। এগুলো হল, অভিযুক্ত ব্যাক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। মামলায় সংশিষ্ট অভিযোগকারী এবং স্বাক্ষীসমূহের নিরাপত্তা নিশ্চিত করা। বিচারপ্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা। রাষ্ট্রের পক্ষ থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। নারী নির্যাতনের বিরুদ্ধে যে আইনকানুন এবং যে নীতিমালাগুলো রয়েছে তাদের যথাযথ পরীক্ষণের মাধ্যমে যুগোপযোগী করা। নারী বান্ধব গাইডলাইন প্রস্তুত করা এবং কর্মশালার মাধ্যমে আইন-শৃংখলা বাহিনীকে লিঙ্গ বৈষম্য এবং জাতি বৈষম্য বিষয়ে ধারণা প্রদান করা।
সরকারী ও বেসরকারী আইনীসহায়তা কার্যক্রমসমূহের ভিতর সমন্বয় সাধন করা। তিন পার্বত্যজেলাতে মেডিকেল পরীক্ষাদি সম্পন্নের জন্য ফরেনসিক বিভাগ স্থাপন করা। খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় ভিক্টিম সাপোর্ট সেন্টার স্থাপন করা। লিগ্যাল এইড নিয়ে পার্বত্য অঞ্চলে আরো বৃহৎভাবে কাজ করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.