বান্দরবানের সাংবাদিকদের মানববন্ধন

Published: 01 Feb 2015   Sunday   

জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিল ও একুশে টিভির সাংবাদিক অকিল পোদ্দারের উপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বান্দরবানের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।বান্দরবান প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি। বক্তব্যে দেন এটিএন বাংলার বান্দরবান প্রতিনিধি মিনারুল হক,প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,সাপ্তাহিক বান্দরবানের সম্পাদক মোজাম্মেল হক লিটন,দৈনিক গিরিদর্পনের ব্যুরো চীফ সেলিম আহমেদ চৌধুরী প্রমুখ।সমাবেশে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি বলেন সাংবাদিক দমন নীতিমালা নয় আমরা চাই সাংবাদিক সুরক্ষা নীতিমালা। তিনি অনতি বিলম্বে সাংবাদিক দমন পীড়ন নীতিমালা প্রত্যাহার করে সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রনয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত