বান্দরবান পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোঃ জাবেদ রেজার পক্ষে ধানের শীষ প্রতীকে বুধবার গনসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এসময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপি’র সমর্থিত প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা মামলার মাধ্যমে এবং ভয় ভীতি সৃষ্টি করে বিএনপিকে নির্বাচন থেকে দুরে রাখার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে আজ গনতন্ত্র বিপন্ন। গনতান্ত্রিক এ দেশে সরকারের অগনতান্ত্রিক কর্মকান্ডে পুরো জাতি হতাশ।
তিনি আরও অভিযোগ করে বলেন, এমনিতে সারা বছর বিএনপি নেতা কর্মীদের উপর গুম,হামলা ও মামলার মাধ্যমে হয়রানী করে আসছে। এর মধ্যে নির্বাচন কমিশন পৌসভা নির্বাচনের তফশীল ঘোষনা করেছে। যখন বিএনপি নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিয়েছে ঠিক তখনি আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে বাঁধা প্রদানসহ হামলা চালিয়ে প্রচার প্রচারনা চালাতে দিচ্ছে না।
গণসংযোগকালে এসময় তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহাবুবুল রহমান শামীম,উপজাতী বিষয়ক সম্পাদক মাম্যা চিং,জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি ও সাধারন সম্পাদক আজিজুর রহমানসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতা কর্মীরা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় গনসংযোগ জালান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যেই সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে ও মত প্রকাশ করতে পারছে না,সেই সরকারের আমলে নিরপেক্ষ,সুষ্ঠ ও সুন্দর নির্বাচন আশা করা যায় না। বিএনপি শুধু মাত্র গণতন্ত্রকে সম্মান জানিয়ে ও গনতন্ত্রকে রক্ষায় এবং স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করতে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি অবিলম্বে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা,মামলা ও গ্রেফতারী বন্ধ করে নিরপেক্ষ,সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের আয়োজনের দাবি জানান। পাশাপাশি তিনি সকল দলের জন্য সমান সুযোগ রেখে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্য সকলের প্রতি তিনি অনুরোধও জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.