বান্দরবান পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অংশ নেয়ায় আওয়ামীলীগের ৪নেতাকে বহিস্কার

Published: 22 Dec 2015   Tuesday   
no

no

বান্দরবান পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের  চার নেতাকে বহিস্কার করা হয়েছে।

 

সোমবার দলীয় কার্যালয়ে জেলা আ’লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।

 

বহিস্কৃতরা হলেন, জাতীয় শ্রমিকলীগ বান্দরবান শহর শাখার সভাপতি শামসুল হক সামু,বান্দরবান শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ খলিফা, মহিলা আওয়ামীলীগ শহর শাখার যুগ্ন সাধারন সম্পাদিকা রহিমা বেগম এবং শহর শাখা আওয়ামীলীগের ৯নং ওর্য়াড শাখার সাংগঠনিক সম্পাদক পরিমল দাশ।

 

বান্দরবান জেলা আ’লীগের সহ-সভাপতি মং হ্নৈ প্রু’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি এ  কে এম জাহাঙ্গীর আলম,যুগ্ন সাধারন সম্পাদক লক্ষী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর।

 

সংবাদ সম্মেলনে জেলা আ’লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সভা নেত্রী শেখ হাসিনার নির্দেশে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থী হিসেবে সংগঠনের নেতা কর্মীদের মনোনয়ন দেয়া হয়েছে। 

 

কাউন্সিলর পদে বিভিন্ন ওয়ার্ডে একাধিক দলীয় নেতা কর্মী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। আমরা আশা করেছিলাম যাদেরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তারা ব্যতীত বাকী সবাই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবে।  কিন্তু কয়েকটি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর ও সংরক্ষি মহিলা কাউন্সিলর পদে চার জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেননি। তাই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত