খাগড়াছড়ি পৌরসভার পাঁচ মেয়র প্রার্থীদের মধ্যে শিক্ষায় এগিয়ে আছে বিএনপির প্রার্থী, সম্পদে এক স্বতন্ত্র প্রার্থী। স্বাক্ষরজ্ঞান সম্পন্ন তিন জন। দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, এক প্রার্থীর পেশা আইনজীবী হলেও বাকী চার জনের পেশা ব্যবসা ও ঠিকাদারী। মেয়র প্রার্থীদের দালিখ করা হলফনামায় এই তথ্য পাওয়া গেছে।
খাগড়াছড়ি পৌরসভায় পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, বিএনপির প্রার্থী হয়েছেন জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড্ আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মো. ইসহাক, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান পৌর মেয়র রফিকুল আলম ও স্বতন্ত্রপ্রার্থী কিরন মারমা।
হলফনামা অনুসারে, বিএনপির প্রার্থী আব্দুল মালেক শিক্ষায় এলএমএম ডিগ্রীধারী। তিনি আইন পেশা থেকে বছরে আড়াই লক্ষের অধিক টাকা আয় করেন। তাঁর বিরুদ্ধে দুইটি ফৌজদারী মামলা রয়েছে। এর মধ্যে একটি বিষ্ফোরক দ্রব্য মামলার আসামী তিনি।
আওয়ামীলীগের প্রার্থী শানে আলম এইচএসসি পাশ। তাঁর পেশা ব্যবসা ও ঠিকাদারী। কোন মামলা নেই। তিনি বছরে ২ লক্ষ ৬২ হাজার টাকা আয় করেন। স্থাবর সম্পত্তির মধ্যে তিনটি দোকান প্লট ও একটি হাউজিং প্লট রয়েছে। অস্থাবর সম্পত্তি সাড়ে তিন লক্ষ টাকা। তাঁর একটি বাণিজ্যিক ব্যাংকের ২০ লক্ষ টাকার সিসি ঋণ রয়েছে।
জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইসহাক স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। পেশায় তিনি স’ মিলের মালিক। বার্ষিক আয় ২ লক্ষ ৮০ হাজার। স্থাবর সম্পত্তির মধ্যে ৫৩ শতক অকৃষি জমি, অস্থাবর সম্পত্তির মধ্যে ২ লক্ষ টাকা ও ৪০ ভরি স্বর্ণ রয়েছে। তাঁর বিরুদ্ধে কোন মামলা নেই।
স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের শিক্ষাগত যোগ্যতা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। যদিও তিনি একাধিক অনুষ্ঠানের দাবি করে থাকেন তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক ছাত্র। পেশা ঠিকাদার। তাঁর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। অতীতে ৪টি মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তাঁর বাৎসরিক আয় ১ কোটি ১৮ লক্ষ টাকা প্রায়। অস্থাবর সম্পত্তি অর্ধ কোটি টাকাও বেশী। স্থাবর সম্পত্তি রয়েছে ১০ একরের একটি ফলের বাগান। একটি বাণিজ্যিক ব্যাংকে তাঁর ১০ লক্ষ টাকার সিসি ঋণ রয়েছে।
স্বতন্ত্রপ্রার্থী কিরন মারমাও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। পেশা ব্যবসা। তাঁর বিরুদ্ধে কোন মামলা নেই। তাঁর বাৎসরিক আয় ৭ লক্ষ টাকার। অস্থাবর সম্পত্তি সাড়ে ৮ লক্ষ টাকা। নিজের নামে কোন স্থাবর সম্পত্তি নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.