কাউখালীতে ব্লাস্ট মেলার আয়োজন

Published: 20 Dec 2015   Sunday   

চাকমা র্সাকেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় বলেছেন,মানবাধিকার লংঘন ও সমাজ বিরোধী কার্যাকলাপ থেকে যুব সমাজসহ সবাইকে বিরত থাকার আহবান  জানিয়েছেন।

 

তিনি বলেন, জাতীয় সংবিধানে মৌলিক অধিকার এবং স্বাধীনতার  কথা বলা হয়েছে তা  আর্ন্তজাতিক আইনে রয়েছে। মানবাধিকার আইনসহ অন্যান্য জন কল্যাণ মূখী অনেক আইনে বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করেছে। যার ফলে বর্তমান সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তথ্য অধিকার আইন পাস হওয়ার কারণে জনগনের অনেক কিছু জানার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

রোববার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া উচ্চ বিদ্যালয়র প্রাঙ্গনে আয়োজিত  দিন ব্যাপী আয়োজিত আইনী সচেতনামূলক ব্লাষ্ট মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট রাঙামাটি ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের উপদেষ্টা এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত।  বিশেষ অথিতি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম চোধুরী, রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রজ্ঞন পাল, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী টুকু তালুকদার,কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা  ও ঘাড়গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন ব্লাষ্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান।

 

আলোচনা সভা শেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  দিন ব্যাপী ব্লাষ্ট মেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও কাউখালী থানা পুলিশের পক্ষ  থেকে দুটি স্টল দেয়া হয়।

 

প্রধান অতিথি বক্তব্য চাকমা রাজা দেবাশীষ রায় আরও বলেন সংবিধানে ষ্পষ্টভাবে বলা রয়েছে কারো প্রতি কোন বৈষম্য করা যাবে না । অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আলাদা আইন করা যেতে পারে  সেটা সংবিধানে বলা রয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম চোধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে সবাইকে, এখন কাউকে ইচ্ছে করলে ক্ষতি করা যায় না।

 

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা বলেন পার্বত্য এলাকায় নারীরা এখনো সম্পত্তি অধিকার পায়নি। যদিও কিছু কিছু ক্ষেত্রে নারীরা সম্পত্তি পেলেও এটা সার্ব্বজনীন নয়।

 

 মানবাধিকার কর্মী টুকু তালুকদার  বলেন নারীর প্রতি সহিংসতার উপর কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসতে পারে। তারপরও আমাদের এগিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত