রাঙামাটি পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবী

Published: 20 Dec 2015   Sunday   

রাঙামাটি পৌরসভা  নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান নির্বাচন সুষ্ঠভাবে না হওয়ার আশংকা প্রকাশ করে পার্বত্য পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটি পৌর নির্বাচনে সেনাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন।

 

তিনি অভিযোগ করেন  সরকার দলীয় লোকজনেরা নির্বাচনী প্রচারনা বাধা ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে।

 

আজ রোববার সকালের রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায়  নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান এ অভিযোগ করেন।

 

সংবাদ সন্মেলনে এসময়  মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস, ওবায়দুল হক, নূরুল জাকিম মিয়া,মোস্তফা কামাল ছাড়াও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

মেয়র প্রার্থী হাবিবুর রহমান সংবাদ সন্মেলনে  নিজেকে আওয়ামীলীগের বিকল্প প্রার্থী হিসাবে দাবী করে আবেগ আপ্লুত কন্ঠে আরও বলেন, নির্বাচনে তার জনপ্রিয়তা দেখে জেলা আওয়ামীলীগের সম্পাদক মুছা মাতব্বরের নেতৃত্বে সরকার দলীয় নেতাকর্মীরা তার নির্বাচনী প্রচারনায় বাধা ও বিভিন্ন স্থানে অফিস ভাংচুর করে চলেছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে পৌর নির্বাচনের রিটানিং অফিসারের কাছে আবেদন জানালেও কোন প্রতিকার পাননি।

 

এদিকে,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন  মিথ্যা ও বানোয়াট। হাবিবুর রহমানের নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর করেছে বিএনপির লোকজন। আমার কাছে তার প্রমাণ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত