প্রতীক বরাদ্দের পর মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

Published: 15 Dec 2015   Tuesday   

প্রতীক বরাদ্দের পর রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা মঙ্গলবার থেকে  আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।


আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী(নৌকা) মঙ্গলবার থেকে পুরোদমে প্রচার-প্নারচারনা শুরু করেছেন। এরই অংশ হিসেবে দুপুরের দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে শিমুলতলী এলাকায় নির্বাচনী প্রচারনা করেন। পরে তিনি রুপনগর এলাকায় প্রচারনা করেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ভোটারদের দেন নানান প্রতিশ্রুতি।


আকবর হোসেন চৌধুরী জানান তার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে রাঙামাটি পৌরসভাকে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর ও উন্নয়ন পথে এগিয়ে পর্যটন শহর হিসেবে গড়ে তোলা, পৌর সভায় কিছু অউন্নত এলাকায় রয়েছে যেগুলোতে এখনো উন্নয়নের ছোয়া লাগেনি সেখানে দরিদ্র মানুষের জন্য উন্নয়ন করা ও তাদের পাশে দাড়াঁনো, ফিসারী বাধের সৌন্দর্য্য বর্ধন করা এবং পৌর এলাকায় অনেকেই দরিদ্রসীমায় বসবাস করেন তাদের কথা বিবেচনা করে পৌর কর,টেক্সসহ বিভিন্ন কিছু রয়েছে তা সহনশীল পর্যায়ে নিয়ে আসা।


তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করে বলেন, তিনি যেহেতু ছাত্র রাজনীতি পেরিয়ে যুব রাজনীতিতে প্রবেশ করেছেন। এছাড়া সামাজিক কর্মকান্ডে জড়িত আসেন বলেই দলমত নির্বিশেষে তিনি অনেক সাড়া পাচ্ছেন। হয়তো তাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন না। হয়তো নৌকার প্রতীক ও ব্যক্তি আকবর হিসেবে অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন।

 

তিনি বলেন, তার প্রতি জনগনের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তা নৌকা প্রতীকে আগামী ৩০ ডিসেম্বর  জনগণ তার পক্ষে রায় দিয়ে প্রমাণ করবেন।


অপরদিকে, বিএনপির দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো(ধানের শীষ) মঙ্গলবার সকালের দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পুরাতন হাসপাতাল, সরকারী মহিলা কলেজ এলাকা ও পুরাতন বাস স্ট্যান্ড এলাকাসহ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনা চালান। প্রচারনাকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ভোটদের দোয়া, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ভোটারদের নানান প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জানান, সকলের বাসযোগ্য একটি সুন্দর রাঙামাটি পৌরসভা হিসেবে নাগরিকদের সুবিধা হিসেবে সেনিটেশন,ড্রেন, সিড়ি নালা-নর্দমা করে দেয়া,রাস্তাঘাট উন্নয়ন করা, কর নিয়ে জনগনের যে অসন্তোষ রয়েছে তার মূল্যায়ন করে করকে সহনীয় করা।

 

তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, মেয়র পদে থাকার সময় ক্ষমতাসীন সরকারের কোন সুযোগ-সুবিধা পায়নি। এরপরও চেষ্টা করেছি যেভাবে হোক জনগনের সুবিধাগুলো দিতে। তিনি আরও বলেন এ পথ চলতে তার অনেক ভুল দ্রুতি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তার জন্য অনেক কষ্ট পেয়েছেন।  তিনি বলেন আমি আপনাদের সন্তান, ভাই,বন্ধু আপনারা আমাকে ক্ষমা করবেন নিজগুনে।

 

তিনি বিগত ৫ বছরের চেয়ে আরও উন্নততর পৌর সুবিবধা দিতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে  জনগনের যে জোয়ার  সামনে দিকে এগিয়ে যাবন। ভোট নিয়ে ষড়যন্ত্রসহ সকল ধরনের অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে তার প্রতিহত করার ঘোষনা দেন তিনি।

 

অন্যদিকে,প্রতীক বরাদ্দ পাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্দ্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা (নারিকেল গাছ)  আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার প্রচার-প্রচারনা শুরু করেছেন।

 

এ -প্রচার অংশ হিসেবে মঙ্গলবার সকালের দিকে শহরের কল্যাণপুর এলাকা এবং বিকালে রাজদ্বীপ এলাকাসহ কয়েকটি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া কামনা, লিফলেট বিতরণ ও কৌশল বিনিময় করেন।

 

তিনিও ভোটারদের দেন নানান প্রতিশ্রুতি। এসময় তার সাথে সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ডাঃ গঙ্গামানিক চাকমা জানিয়েছেন নির্বাচনে তার প্রতিশ্রুতি হিসেবে রয়েছে এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা, পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ সম্মত রাঙামাটি পৌরসভা হিসেবে গড়ে তোলা, পাহাড়ী-বাঙালীর মধ্যে যে সন্দেহ-অবিশ্বাস রয়েছে তার দুর করা এবং সুষম উন্নয়নের লক্ষে সকল স্তরের জনসাধারনের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত