রাঙামাটিতে সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

Published: 14 Dec 2015   Monday   

রাঙামাটিতে তিন দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ  কর্মশালা  রোববার শুরু হয়েছে।

 

কর্মশালায় অন্যতম প্রশিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাকিদতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে  বলেছেন, লুকায়িত তথ্য জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সাংবাদিক হচ্ছে সমাজ ও রাষ্ট্রের পাহারাদার। সাংবাদিক কারোর বিরুদ্ধে সংবাদ প্রচার করে না; সে সত্য ঘটনার উপস্থাপক মাত্র।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মাইনী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে রোববার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে জেলা সদরসহ উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

 

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাকিদতা বিভাগের চেয়ারম্যান খ আলী আর রাজী প্রশিক্ষণ প্রদান করেন।

 

ড. প্রদীপ কুমার পান্ডে  আরও বলেন, তথ্য নির্ভর ও বস্তু নিষ্ঠ সংবাদ জাতির কাছে তুলে ধরতে হবে। ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কাউকে আঘাত কিংবা ক্ষতি করা যাবেনা। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতার পেশায় অনেক পরিবর্তন আসলেও এ পেশার তেমন গুনগত পরিবর্তন হয়নি বলে তিনি মনে করেন। 

 

তাঁর মতে বর্তমানে অনেকেই কার্ড সর্বোচ্চ সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়ছেন। তবে এ অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে সাংবাদিকতার পেশায় সমাজ ও রাষ্ট্রের কোন উপকারে আসবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত