রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

Published: 13 Dec 2015   Sunday   

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর পদে  ৭জন  প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

 

তারা হলেন হলেন, ৫নং ওয়ার্ডের সুধীর চন্দ্র ঘটক, ৬নং ওয়ার্ডের লক্ষীমনি চাকমা, ধীরেন্দ্র চাকমা ও  কিনা মোহন চাকমা, ৭নং ওয়ার্ডের আখতারুজ্জামান, ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডের মোঃ শাহ আলম।

 

অতিরিক্ত  জেলা প্রশাসক(সার্বিক) ও রিটানিং কর্মকর্তা মো: মোস্তফা জামান জানান, ৯ টি ওয়ার্ডের ৪৬ জন সাধারণ কাউন্সিলার প্রার্থীর মধ্যে ৭ জন কাউন্সিলার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ৯ টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

 

তিনি আরও  জানান,সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ  দেয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্যে প্রথমে  মেয়র প্রার্থী এরপর  সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ  দেয়া হবে। 

 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন ১নং আসনে(১,২,২) ছালেহা আক্তার, রুপসী দাশগুপ্ত ও আয়েমা বেগম, ২নং আসনের(৪,৫,৬) শ্যামলী ত্রিপুরা  ও  সোমা বেগম পূর্নিমা এবং ৩নং ওয়ার্ডের(৭,৮,৯) মোহিতা  দেওয়ান ও জুবাইতুন নাহার। 

 

অপরদিকে, সাধারন কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, ১নং ওয়ার্ডের মোঃ রমজান আলী,মোঃ নাছির উদ্দিন ও হেলাল উদ্দিন। 

 

২নং ওয়ার্ডের এমএ হামিদ,মোঃ কবির আকবর করিম, আব্দুল মালেক, সঞ্জয় ঘোষ রায়,মোহাম্মদ ইউসুফ চৌধুরী  ও রতন দে। ৩নং ওয়ার্ডের বিমল বড়ুয়া, সন্তোষ ধর, শাহাদাত হোসেন, নেয়াজ আহমেদ, সোহেল চাকমা ও পুলক দে।

 

৪নং ওয়ার্ডের নূর মোহাম্মদ মজুমদার, মোঃ মিজানুর রহমান বাবু, মোঃ আবু জাফর লিটন ও নুুরুন্নবী করিম। ৫নং ওয়ার্ডের মোঃ আমীর হামজা. অজিত দাশ, মোঃ আসাদুল হক, বাচিং মারমা ও শংকর মুসদ্দি।

 

৬নং ওয়ার্ডের মোঃ ইব্রাহীম, রবি মোহন চাকমা,মোঃ জামাল সিকদার ও নুর হোসেন। ৭নং ওয়ার্ডে মোঃ মনসুরুল হক, সাংবাদিক মনসুর আহম্মেদ, দেবানল চাকমা, মোঃ নাসির হোসেন,  মোঃ জামাল উদ্দিন ও মোঃ নাসের খান।  

 

৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা ও বিমল বিশ্বাস। ৯নং ওয়ার্ডে সন্তোষ কুমার চাকমা, মোঃ বিল্লাল হোসেন ও শেখ মোঃ মতিউর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত