রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের কার কত শিক্ষাগত যোগ্যতা

Published: 09 Dec 2015   Wednesday   

রাঙামাটি পৌর সভা নির্বাচনে ৮জন মেয়র প্রার্থীদের হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতার মধ্য রয়েছেন ১ জন স্বশিক্ষিত, ২জন অক্ষর জ্ঞান সম্পন্ন, ১জন বিএ(পাস), ১জন ডিএইচএমএস এবং অপর ৩ জন প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস।

 

নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ৮ জন মেয়র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে শিক্ষিত মেয়র প্রার্থী হচ্ছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী। তিনি তার হলফনামায়  শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ(পাস)।

 

শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে দ্বিতীয় সারিতে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গামানিক চাকমা। তিনি তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী(ডিএইচএমএস)।

 

বিএনপি’র দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব এবং মেয়র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রবিউল আলম রবি তাদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন উচ্চ মাধ্যমিক পাস।

 

জাতীয় পার্টির প্রার্থী ডা. শিবপ্রসাদ মিশ্র তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেনী পাস। অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী অমর কুমার দে তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত।

 

এছাড়া মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রাথী মোঃ মুজিবুর রহমান দীপুর তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অক্ষর জ্ঞান সম্পন্ন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত