তুলা চাষে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহারে বান্দরবানে প্রশিক্ষন

Published: 07 Dec 2015   Monday   

বান্দরবানে তুলা উন্নয়ন বোর্ডের অধিনে তুলা চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নত জাতের উপর দিনব্যাপি চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিড়ি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত সভাপতিত্ব করেন কুহালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চিংহ্লামং মার্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইহ্লামং মার্মা।

 

উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ডের পার্বত্য চট্টগ্রাম জোনের প্রকল্পের পরিচালক আখতারুজ্জামান, চট্টগ্রাম জোনের উপ-পরিচালক আবু ইলিয়াছ মিয়া, বান্দরবানের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব, তুলা উন্নয়ন বোর্ডের গবেষক মংসানু মার্মা, ইউনিট অফিসার মো: শফিকুল ইসলাম, ষ্টোর কাম ফিল্ডম্যান মো: খালেক, ববিতা তঞ্চঙ্গ্যা, অংক্যচিং চাক, গীতিময় তঞ্চঙ্গ্যা প্রমুখ। প্রশিক্ষন কর্মসূচীতে অংশ নেন ৫০জন পুরুষ ও নারী কৃষক অংশ নেন।

 

প্রশিক্ষনে তুলা চাষের উপর কিভাবে উন্নত বা আধুনিক প্রযুক্তি ব্যবহার,ব্যবহারে কি কি সুফলতা পাওয়া যাবে। তুলা উন্নয়ন বোর্ড থেকে কি ধরণের সুযোগ সুবিধা দেওয়া হয় এ সর্ম্পকে জানানো হয়।

 

এছাড়া তুলার উন্নত জাতের বীজ রোপনে কৃষকরা কিভাবে লাভবান হবে, এক বিঘাতে কি পরিমাণ তুলা উৎপাদন হবে, তুলা গাছে কি ধরণের পোকার আক্রমন হয়, আক্রমন ঠেকাতে কি ঔষধ ব্যবহার করতে হবে এই বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত