লামা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে শনিবার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জহিরুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের সাথে এক মত-বিনিময় করেন।
লামা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন, লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম। মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন রিপোর্টার্স লামা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তাজুল ইসলাম(সাংবাদিক), রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ করিম বি.কম, দৈনিক ইনকিলাবের লামা প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম, রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক গিরিদর্পন ও কক্সবাজার প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবুল কাসেম, ক্রাইম বিচিত্রা প্রতিনিধি হারুণ অর-রশীদ, দৈনিক দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি শাহাব উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের ফটোগ্রাফার মোঃ সালা উদ্দিন সহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী।
মেয়র প্রার্থী জহিরুল ইসলাম বলেন, নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের শৃঙ্খলা ফিরে আনেন। এলাকার সম্ভাবনা, উন্নয়ন, পচাৎপদ জনগোষ্ঠী অধিকার নিয়ে লেখার আহবান জানিয়ে লামা পৌর বাসির কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
লামা পৌরবাসী এবার তাকে নির্বাচিত করলে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সহায়তায় লামা পৌরসভাকে আধুনিক একটি পৌরসভা উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেবেন।
তিনি পৌরসভার বিদ্যামান পয়-নিস্কাসন সমস্যা সমাধান, জলাবদ্ধতা নিরসন, পানি সংকট নিরসন, বিদ্যুতায়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বিনোদন সুবিধা সৃষ্টিতে পার্ক, থিয়েটার ও পর্যটন নির্মান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বৃদ্ধির মধ্যে দিয়ে লামা পৌরবাসীর সেবা করে যাবেন আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.