শনিবার পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পদে এক জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মেয়র প্রার্থীর মধ্যে মনোনয়পত্রে তথ্য ভূল থাকায় মুজিবুর রহমান দীপু এবং মহিলা কাউন্সিলদের মধ্যে শ্যামলী ত্রিপুরা ও আয়েশা আক্তারের মনোনয়নপত্রে ভূল তথ্য দেয়ায় বাতিল বলে গন্য করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাচাই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মো. মোস্তফা জামান এ ঘোষণা দেন। এসময় রাঙামাটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও প্রতিনিধিরা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
রির্টানিং কর্মকর্তা বলেন, রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আট জন প্রার্থী। এ মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া যুবলীগের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান দিপুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তাদের মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জানা যায়, মেয়র প্রার্থী মুজিবুর রহমান দীপু’র একশজনের স্বাক্ষরিত সমর্থকের তালিকায় একজনের আইডি কার্ডের নম্বর সঠিক না হওয়ায় এবং মহিলা কাউন্সিলদের মধ্যে শ্যামলী ত্রিপুরার শিক্ষাগত যোগ্যতার সনদ না দেয়ায় ও আয়কর সনদপত্র জমা না দেয়ায় আয়েশা আক্তারের মনোনয়নপত্র বাতিল বলে গন্য করা হয়েছে।
৭ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধঃ
রাঙামাটি পৌর সভা নির্বাচনে ৭জন মেয়র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টো, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গা মানিক চাকমা, আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধূরী, জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিবু প্রসাদ মিশ্র, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব, অমর কুমার দে, রবিউল আলম রবি ।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ৬জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। তারা হলেন, ১ নং ওয়ার্ডের ছালেহা আক্তার, রুপসী দাশগুপ্ত, ২নং ওয়ার্ডের সোমা বেগম এবং ৩নং ওয়ার্ডের মোহিতা দেওয়ান, জুবাইতুন নাহার।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মো. মোস্তফা জামান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে তারা রির্টানিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন। তবে এ সুযোগ মাত্র তিন রয়েছে। তিন দিনের মধ্যে আপিল আবেদন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.