মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামসহ আট সংগঠন।
৮ গণসংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়,রোববার জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ খাগড়াছড়ি জেলা সদরে পূর্বের নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা হামলা চালায়।
এ হামলার প্রতিবাদে ও আটক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমাকে সোমবার সন্ধ্যা পর্যন্ত মুক্তি না দেয়ায় মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হবে।
অবরোধ চলাকালে এ্যাম্বুলেন্স, রোগী ও ঔষধ বহনকারী গাড়ী, সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।
প্রেস বার্তায় আরও দাবী করা হয়, রোববার খাগড়াছড়ি সদরের তিনটি স্থানে জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসে’ ৮ গণসংগঠন শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে খাগড়াছড়ি সদরের মধুপুর ও উপজেলা কার্যালয়ের সামনে আইন-শৃংকলা বাহিনী লাঠিপেটা করলে নারীসহ আহত হয়। এসময় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমা আটক করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.