যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে শনিবার বান্দরবানে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের মুক্ত মঞ্চে জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আ’লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
জেলা যুবলীগের আহবায়ক মোঃ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,মোঃ শফিকুর রহমান,একে এম জাহাঙ্গীর,মংক্যচিং চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবী,যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, ক্যা সা প্রু ও আ’লীগ নেতা কাজল কান্তি দাশ প্রমুখ।
এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লার নেতৃত্বে একটি বনার্ঢ্য র্যালী বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটেন। পরে প্রধান অতিথি বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আসন্ন পৌর সভা নির্বাচনে বান্দরবান পৌরভার আ’লীগ দলীয় মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.