আসন্ন রাঙামাটি পৌর সভা নির্বাচনে ডা. গঙ্গামানিক চাকমাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) পক্ষ থেকে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্ধিন্ধতা করবেন।
এদিকে, প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপির পক্ষ থেকে এখনো দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা দেয়নি। তবে কয়েক দিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাঙামাটি পৌর সভা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে মেয়র প্রার্থী হিসেবে বিশিষ্ট চিকিৎসক ডা.গঙ্গামানিক চাকমাকে সমর্থন দিয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করবেন। অবশ্যই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোন কিছুই বলতে চাইছে না।
এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী ডা.গঙ্গামানিক চাকমা রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাঙামাটি পৌর সভা নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি`র পক্ষ থেকে এখনো দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষনা দেয়নি। তবে দুটি দলের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হবে জানা গেছে।
আওয়ামীলীগের জেলা শাখার সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর জানান, রাঙামাটি পৌর সভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষনা করা হবে।
বিএনপির জেলা কমিটির সভাপতি মোঃ শাহ আলম জানান, মেয়র পদে দলীয় প্রার্থীর নাম বাছাইয়ের প্রক্রিয়া চলছে। দু’একদিনের মধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষনা দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.