ভাল সাংবাদিক হতে হলে অবশ্যই ভাল প্রশিক্ষন নিতে হবে-পিআইবি’র মহাপরিচালক

Published: 27 Nov 2015   Friday   

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, একজন ভাল সাংবাদিক হতে হলে তাকে অবশ্যই ভাল প্রশিক্ষন গ্র্রহন করতে হবে।

 

প্রশিক্ষন ছাড়া কোন সাংবাদিক,সাংবাদিকতার বিষয়য়ে দক্ষতা অর্জন করতে পারে না। তিনি কর্মরত সকল সাংবাদিককে প্রশিক্ষন গ্রহনের আহবান জানান।

 

শুক্রবার বান্দরবান তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

পৌরসভা মিলনায়তনে আয়োজিত পিআইবি’র উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটি’র পরিচালক (মিডিয়া) রহমান মোস্তাফিজ, পিআইবি’র সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।

 

অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিন দিন ব্যাপী স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নের লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার ৩৫জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক শাহ মোঃ আলমগীর  আরও  বলেন,তৎকালীন চারন সাংবাদিক মোনাজাত উদ্দিন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করার সময় তার চারন সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি সাংবাদিকদের সাংবাদিকতার নীতিমালা অনুসরন করে সংবাদ তৈরীর আহবান জানান।

 

তিনি বলেন, বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট সম্পুর্ণ রুপে একটি সাংবাদিকদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে এমনকি মফস্বল এলাকাতেও সাংবাদিকদের সরকারী খরচে প্রশিক্ষন প্রদান করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত