রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে দুদিন ব্যাপী মানবধিকার সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা গতকাল সোমবার শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবধিকার কমিশনের সচিব মোঃ আমজাদ হোসেন খান বলেন,দেশের হিসড়া ও দলিত শ্রেনীদের জন্য বৈষম্য বিলোপ আইন করা হচ্ছে। ইতোমধ্যে এ আইনের খসড়া সরকারের কাছে দাখিল করা হয়েছে। এ আইনটি বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষে দেশের বুদ্ধিজীবি, সামাজিক নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন সেমিনারে আয়োজন করা হচ্ছে।
জাতীয় মানবধিকার কমিশনের উদ্যোগে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার সহযোগিতায় সাস মিলায়তনে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামান। এসময় উপস্থিত ছিলেন মানবধিকার কমিশনের কর্মকর্তা খান মোহাম্মদ এসময় ইন্ডেপেন্ডেট টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর মোহাম্মদ জাহিদ হাসান,জাতীয় মানবধিকার কমিশনের কর্মকর্তা খান মোঃ রবিউল আলম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.