বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

Published: 21 Nov 2015   Saturday   

বরকলে জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি যৌথভাবে বাস্তবায়নাধীন পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল প্রকল্প শনিবার সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। 

ড্যানিডার সহায়তায় জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি যৌথভাবে পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল-এর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
শনিবার সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বরকল উপজেলার দুর্গম ধনুবাগ পাড়া সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল-এর প্রকল্প পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন জলা পরিষদ সদস্য অংসুই প্রু চৗধুরী, সুবীর চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা কংচাই মারমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেনং রাখাইন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পরিষদ চেয়ারম্যান ভুষনছড়া ইউনিয়নের ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির আয়োজিত সভায় যোগদান করেন। এর আগে পরিষদ চেয়ারম্যান বরকলের ছোট হরিণার ২৫ বর্ডার গার্ডের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহাব উদ্দিন ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি ভুষনছড়া ইউনিয়নের ঠেগামুখ কমিউনিটি ক্লিনিক, ঠেগামুগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাইমাচাক্রাসাসনাব্রু বৌদ্ধ বিহার ও ভুষনছড়া ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদরাসা পরিদর্শন করেন।
ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির আয়োজিত সংক্ষিপ্ত সভায় পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। সে জন্য কৃষির সার্বিক উন্নতি মানেই দেশের উন্নতি। তিনি আরও বলেন, পাহাড় ও হ্রদ বেষ্টিত পার্বত্যাঞ্চলে কৃষির সম্ভাবনা প্রচুর। রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এ প্রকল্পের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে যেসব কৃষকরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা আধুনিক পদ্ধতিতে নিজেদের কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি গ্রামের অন্যান কৃষদের কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান করছে। ফলে এ জেলার ফল-ফলাদি এখন দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে কৃষকরা জেলার চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্্রা অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত