রাঙামাটিতে এফপিএবি’র উদ্যোগে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প

Published: 21 Nov 2015   Saturday   

পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বিশেষ স্যাটেলাইট স্বাস্থ্য সেবা ক্যাম্পে উদ্যোগ নিয়েছে। শনিবার থেকে ২৬ বৃহস্পতিবার রাঙামাটি শহর এলাকায়,লংগদু ও কাপ্তাই উপজেলায় এ বিশেষ ক্যাম্প পরিচালনা করা হবে।

শনিবার রাঙামাটি এফপিএবি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সন্মেলনে এফপিএবি রাঙামাটির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, এফপিএবি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আকাশ, এফপিএবি’র কোষাধ্যক্ষ শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, এফপিএবি জেলা কর্মকর্তা জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফপিএবি রাঙামাটি কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি সুফিয়া কামাল, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জাতীয় কাউন্সিলর চৌধুরী হারুনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক জুবাইতুন্নাহার জেবু, কার্যনির্বাহী সদস্য জামশেদ আহমেদ, খোকন কুমার দে ও রোকসানা আক্তার।

সংবাদ সন্মেলনে বলা হয়, পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে রাঙামাটি পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে শনিবার থেকে বৃস্পতিবার এ বিশেষ ক্যাম্প পরিচালনা করা হবে। যে সব স্থানে স্বাস্থ্য সেবা পরিচালিত হবে তা হল রাঙামাটি শহর এলাকায় এবং লংগদু, কাপ্তাই উপজেলার নারানগিরি পরিবার উন্নয়ন কেন্দ্রে, চিৎমরম পরিবার উন্নয়ন কেন্দ্র।

সংবাদ সম্মেলন আরও বলা হয়, এ স্বাস্থ্য ক্যাম্পে স্বপ্ল মূল্যে,দরিদ্র জনগোষ্ঠিকে বিনামূল্যে প্রসবকালীন সেবা ও পরিবার পরিকল্পনার পদ্ধতি সেবা প্রদান করা হবে। এছাড়া শাখা ক্লিনিকে সপ্তাহব্যাপী চলবে এ স্বাস্থ্য সেবা কর্মসুচি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত