ইউনাইটেড পিপলসডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ৬ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশে করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিন সংগঠন।
পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক রতন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কতুকছড়ি বাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নিশান চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি ধর্মসিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য মন্টি চাকমা ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় নেতা বাবলু চাকমা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা ইউপিডিএফ নেতা-কর্মী ও সমর্থকদের অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সরকার একের পর এক ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সরকারের এ ধরনের দমন-পীড়ন কখনো শুভ হবে না বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন। শত দমন-পীড়ন সত্ত্বেও ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্দ করা যাবে না।
গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা অবিলম্বে অন্যায় ধরপাকড় বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতা-কর্মী ও সমর্থকদের নিঃশর্ত মুক্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রণায়ের ১১ দফা নির্দেশনা বাতিলের দাবি জানান।
গত বৃহস্পতিবার খাগড়াছড়ির জেলা সদরের উত্তর খবংপুয্যা এলাকা থেকে ইউপিডিএফের নেতা প্রতিম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি কলেজ শাখার সহ-সভাপতি নিকাশ চাকমা, হুয়াঙ বোইও-বা পাঠাগারের অর্থ সম্পাদক খোকন চাকমা, ব্যবসায়ী স্বপন চাকমাকে গ্রেপ্তারা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.