লক্ষ্মীছড়িতে মাসিক পাহাড়ের আলো পত্রিকার মোড়ক উন্মোচন

Published: 15 Dec 2014   Monday   

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সোমবার পাহাড়ের আলো নামের মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত মাসিক পাহাড়ের আলো পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। মাসিক পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো; মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সফিউল্লাহ মীর, ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে । প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালাত মাহমুদ শিশির, সাংবাদিক আলমগীর হোসেন, রুবেল হোসেন, মিন্টু মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পাহাড়ের আলো এই পত্রিকায় লক্ষ্মীছড়ি উপজেলার নামকরণ, মুক্তিযুদ্ধে লক্ষ্মীছড়ির ইতিহাস, ১৯৮৩সালের উপজেলা প্রতিষ্ঠিার দুর্লভছবি, সাংবাদিকের এ্যালবাম থেকে ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনার কিছু ছবি এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শিরোনাম আর্কাইভ হিসেবে স্থান পেয়েছে। পত্রিকাটি উৎসর্গ করা হয়েছে উপজেলা প্রতিষ্ঠাতা সাবেক প্রথম উপজেলা চেয়ারম্যান প্রয়াত রবি ভূষণ চাকমা ও সাবেক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: হায়দার আলীর নামে। সংবাদ, কাবিতা ও সাহিত্য এবং প্রবন্ধ লেখা হয়েছে এই পত্রিকায়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত