নিউ রাঙামাটি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিতদের অভিনন্দন

Published: 15 Nov 2015   Sunday   

নিউ রাঙামাটি (রিজার্ভ) বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচতদের অভিনন্দন জানিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি।

রোববার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য, প্রচার, যোগাযোগ, প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, নিউ রাঙামাটি (রিজার্ভ) বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচত ১৫ সদস্য কার্যকরী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতি’র সভাপতি আবু সৈয়দ ও সাধারণ সম্পাদক  তাপশ দাশ।

প্রেস বার্তায় ব্যবসায়ীক স্বার্থরক্ষা, ভোক্তাগণের অধিকার সংরক্ষণ ও সরকারের পর্যটন বর্ষ ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করা এবং রাঙামাটিকে একটি আধুনিক মানসম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে সমন্বয় করে কাজ করার জন্য বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।  

নিউ রাঙামাটি (রিজার্ভ) বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হন। এতে সভাপতি পদে হাজী আনোয়ার মিয়া, সহ-সভাপতি মো: হারুন,বিমল বড়–য়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন, মো: আবদুল শুক্কুর, কোষাধক্ষ্য আকতার কামাল, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো: মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক সাব্বির আহম্মদ নির্বাচিত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত