বান্দরবানে সমন্বিত খামার ব্যবস্থাপনা বিষয়ক শিখন কর্মশালা

Published: 15 Nov 2015   Sunday   

রোববার বান্দরবানে জেলার সিবিও লিডার এবং আই এফ এম সেচ্ছাসেবকদের নিয়ে সমন্বিত খামার ব্যবস্থাপনা শিখন কর্মশালার আয়োজন করা হয়।

বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা বিএন কেএস-এর উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন-এর আর্থিক সহায়তায়  বিএনকেএস এর কনফারেন্স রুমে  কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান া যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর (লাইভস্টক) মোঃ লতিফুর বারী। প্রশিক্ষক ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর (লাইভস্টক) মোঃ লতিফুর বারী। কর্মশালায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনকেএস এর প্রকল্প সমন্বয়কারী শরৎ কুমার চাকমা,প্রকল্প কর্মকর্তা (ইকোনমিক) রুবী প্রু,প্রকল্প কর্মকর্তা(শিক্ষা) বর্ষা দেওয়ান।জেলার সিবিও লিডার এবং আই.এফ.এম-এর ২২জন সেচ্ছাসেবক অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত