বান্দরবানে আইন বিষয়ে গণসচেতনামূলক কর্মশালার আয়োজন

Published: 13 Nov 2015   Friday   

শুক্রবার বান্দরবানে “আইগত সহায়তা প্রদান আইন-২০০০ এর আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা-২০১৫” বিষয়ে এক গণসচেতনামূলক দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠিসহ সুবিধাবঞ্চিত পাহাড়ী জনগোষ্ঠিকে সরকারী আইনি সহায়তাকার্যক্রমে সাজিকভাবে বিরোধ নিস্পত্তিতে উদ্বুদ্ধকরণের লক্ষে এ কর্মশালার আয়োজন। 

ইউএনডিপি’র অর্থায়নে বান্দরবান জেলায় বাস্তবায়নাধীন“সীড ফান্ড প্রকল্প”এর সহায়তায় বান্দরবান জেলা বার এসোসিয়েশন সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার সভাপতি ও প্রধান আলোচক ছিলেন বান্দরবান জেলা ও দায়রা আদাতের বিজ্ঞ জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর মোঃ এমতাজুল হক, যুগ্ন জেলা ও দায়রা জজ শোঃ জসীম উদ্দিন,বান্দরবান বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সহধর্মীনি ইয়াছমীন সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,সাধারণ সম্পাদক মিনারুল হক,বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহাম্মেদ চৌধুরী,সিনিয়র সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, সাংবাদিক এম এ হাকিম চৌধুরী,বান্দরবান জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেনি প্রু,বান্দরবান জেলা মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক সীমা দাশ,বান্দরবান উইমেন্স চেম্বার অব কর্মাস চেয়ারম্যান লালসানি লুসাই, বান্দরবান উইমেন্স চেম্বার অব কর্মাস ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম লীনা,বান্দরবান মহিলা দলের আহবায়িকা নিরুতাজ বেগম। কর্মশালা সঞ্চালনা করেন লিগ্যাল এইড প্রকল্প সমন্বয়কারী বশির আহাম্মদ মনির। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,জেলা জজ কোর্টের কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা ও দায়রা আদাতের বিজ্ঞ জজ মোঃ শফিকুর রহমান বলেন, সরকার গরীব জনগনের আইনগত সাহায়তা প্রদানের জন্য বান্দরবান জেলাকে একটি মডেল জেলা হিসাবে পরিগনিত করতে চায়। একারনে বান্দরবানের জনপ্রতিনিধি,স্বচেতন জনসাধারন,রাজনৈতিক ব্যক্তি সকলের সহযোগীতা প্রয়োজন। আদালতের উপর চাপ কমানোর জন্য যতদুর সম্ভব স্থানীয় ভাবে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতের উপর মামলার চাপ কমে যাবে। তাতে গরীব অসহায় জনগন অনেক উপকৃত হবে।

তিনি আরও বলেন, মাদক মুক্ত দেশ গড়তে হলে ছাত্র-ছাত্রীদের ও যুবক-নারীদের খেলার প্রতি আগ্রহ সৃষ্টির করতে হবে। আমার মা বোনেরা তথা নারীরা আজ পুর্বের চেয়ে অনেক বেশী সচেতন,আজ নারীরা শুধু ঘরের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়,তারা প্রতিটি সেক্টরে পুরুষের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন রাষ্ট্র করার কাজে ভুমিকা রেখে চলেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত