চ্যানেল আই’র বাংলার গানের অডিশনে তিন পার্বত্য জেলার আগ্রহী শিল্পীদের রেজিষ্ট্রেশনের আহবান

Published: 11 Nov 2015   Wednesday   

লোক সংঙ্গীতের প্রতিযোগীতামূলক রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান শুরু হয়েছে । আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-২০১৫, চট্টগ্রাম বিভাগের প্রাথমিক অডিশন ১৩ নভেম্বর শহরের কাজেম আলী হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগ থেকে যে সব শিল্পী রেজিস্ট্রেশন করেছেন  তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯ টায়  চট্টগ্রাম শহরের কাজেম আলী হাই স্কুল এন্ড কলেজ, ড. এনামুল হক সড়ক,গনি বেকারী মোড়, চট্টগ্রাম  প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারেননি তারা অডিশনের দিন ও রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবেন। রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় যারা অংশ গ্রহন করতে ইচ্ছুক তাদেরকে রেজিষ্ট্রশন করার জন্য আহবান করা যাচ্ছে। 

রেজিষ্ট্রেশন করার নিয়ম  হচ্ছে ACBG লিখে স্পেস দিয়ে নিজের নাম লিখে স্পেস দিয়ে বিভাগ লিখে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে। যারা রেজিষ্ট্রেশন করবে তাদের বয়স ১৪-২৫বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন  ০১৮১৮২০১৮৯৫।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত