খাগড়াছড়িতে সংবাদকর্মীদের ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 11 Nov 2015   Wednesday   

খাগড়াছড়িতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদকর্মীদের নিয়ে বুধবার থেকে তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে  প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।  খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতের বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মজিদ আলী, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমা, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ(পিআইবি)র রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত স্থানীয় ৩৫জন সংবাদকর্মীরা অংশ গ্রহন করে । ১৩ নভেম্বর এ কর্মশালা সমাপ্ত হবে। কর্মশালায় সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, রিপোর্টিং এর ধরণসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদকর্মীরা সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করে প্রত্যন্ত এলাকা উন্নয়নসহ দেশ ও জাতি উন্নয়নে  ভুমিকা রাখবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত