১৪ নভেম্বর জাতীয় ভিটামি‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানে ওরিয়েন্টেশন কর্মশালা

Published: 09 Nov 2015   Monday   
no

no

১৪ নভেম্বর জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা। বক্তব্যে  দেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকল অফিসার ডাঃ মংহ্লা প্রু র্মামা। কর্মশালায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক  হাকিম চৌধুরী,সিনিয়র সাংবাদিক ও বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহামেদ চৌধুরী,সাধারণ সম্পাদক এইচ এম সম্্রাট,সমকাল প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী পরিদর্শক সুজন বড়–য়া। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান সিভিল সার্জন অফিসের ইউপিআই সুপারেন্টেন্ট বাবু মনোজিৎ চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের মোঃ আব্দুল ছাত্তার,সিভিল সার্জন অফিসের  প্রনব দাশ,অফিসের সিভিল সার্জন অফিসের সিসিটিআই রুবেল কান্তি বিশ্বাসসহ মাঠকর্মী,স্বেচ্ছাসেবী অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা বলেন, ১৪ নভেম্বর ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন এ ৬ মাসের উপর ৫ বছরের নিচে সকল শিশুকে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম বা পদ্ধতি। ১২-৫৯ মাস বয়সী শিশুকে বছরে দু’বার ১টি করে লাল রঙের ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়াতে হবে। কোন শিশুর ৪ মাসের মধ্যে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খেয়ে থাকলে তাকে আর খাওয়াতে হবে না। শিশুর বয়স ৬ মাস পুর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরের তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। শিশুকে ভিটামিন‘এ’ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুকি কমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত